সাবেক ফুটবলার ও সরকার দলীয় এমপি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত যে বাড়ি দখলে রাখার অভিযোগ উঠেছে, সেই বাড়ির মূল নথি ও বাড়ি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই আগামী ১৬ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গৃহায়ণ ও গণপূর্তসচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি ওই বাড়ি নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনকে দিতে গৃহায়ণ ও গণপূর্তসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: খালেদা জিয়া ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নিবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আদালতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান, সালাম মুর্শেদীর পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং রিটকারী ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক।
আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত (‘খ’ তালিকাভুক্ত) বাড়িটি দখলের অভিযোগ তুলে তদন্তের নির্দেশনা চেয়ে গত ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিট করেন। এর শুনানি নিয়ে গত ১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে বাড়িসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে ১০ দিনের মধ্যে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়। ধার্য তারিখ ১৩ নভেম্বর পক্ষগুলো সময়ের আবেদন জানালে আদালত ২৭ নভেম্বর দিন রাখেন। সেদিন মূল নথি দাখিলের জন্য অ্যাটর্নি জেনারেলের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ১ ডিসেম্বর শুনানির দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
এদিকে ওই বাড়ি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিজের দখলে নিয়েছেন সালাম মুর্শেদী এমন রিপোর্ট আজ গণমাধ্যমে প্রকাশিত হয়।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মূল নথি দাখিলের জন্য এর আগে সময় নেয়া হয়। তদন্ত প্রতিবেদনও আসেনি। বিষয়টি বিচারাধীন। অথচ জালিয়াতি করে বাড়ি নিয়ে নেয়ার কথা বলা হয়েছে, যা সিদ্ধান্ত দেয়ার মতো। এই যদি হয় অবস্থা...। গণমাধ্যমে যেভাবে এসেছে, তা ‘মিডিয়া ট্রায়াল’ বলে শুনানিতে উল্লেখ করেন আব্দুস সালাম মুর্শেদীর আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ।
পরে হাইকোর্ট বিচারাধীন এই মামলার (রিট) বিষয়বস্তুকে স্পর্শ করে-এমন কিছু না লিখতে গণমাধ্যমের প্রতি নির্দেশ দেন। তবে আদালতের কার্যধারা নিয়ে লেখায় গণমাধ্যমের স্বাধীনতা থাকবে বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: ১০ আসামির ৫ দিনের রিমান্ড